Kashmir Tour Package

আপনি যদি রিল্যাক্সে কাশ্মীর দেখতে চান তাহলে এই প্যাকেজটি আপনার জন্য

 

১ম দিনঃ শ্রীনগর (রাতের খাবার)

শ্রীনগর এয়ারপোর্টে আপনার আগমনের মাধ্যমে আমাদের কাশ্মীর ট্যুর শুরু হবে। আমাদের কাশ্মীর প্রতিনিধি আপনাকে স্বাগত জানাবেন এবং আপনাদের নিয়ে সরাসরি হাউসবোটে পোঁছাবেন। এরপর আমরা শ্রীনগরের দর্শনীয় স্থানগুলো ঘুরতে যাবো যার মধ্যে থাকবে মুঘল উদ্যান, শালিমার বাগ, হযরতে বাল দরগা। ফেরার সময় আমরা  স্থানীয় হস্তশিল্পের একটি মার্কেট পরিদর্শন করবো যা  হস্তনির্মিত বিশেষ সিল্ক কার্পেট, শাল, গহনা অলঙ্কারের জন্য নাম করা। বিকেলে আমরা বিখ্যাত ডাল লেকে বিখ্যাত শিকারা রাইড উপভোগ করবো। এরপর রাতের খাবার খেয়ে আমরা রাত্রি যাপন করবো ডাল লেকের উপর ভাসমান হাউসবোটে।

 

২য় দিনঃ শ্রীনগর – পেহেলগাম (সকালের নাস্তা + রাতের খাবার)

সকালের নাস্তা করে আমরা পেহেলগামের উদ্দেশ্যে বেড়িয়ে যাবো। শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় ৩ ঘন্টার পথ। পথে যেতে যেতে আমরা জাফরান বাগানের সৌন্দর্য উপভোগ করবো এবং পেহেলগাম ঢোকার আগে থেকে পাইন বনের মধ্য দিয়ে যেতে যেতে সুন্দর পল্লী দৃশ্য উপভোগ করবো। এরপরে সুন্দর লিডার নদী ও পাহাড়ের তীরে ধরে পেহেলগাঁওর নৈসর্গিক প্রাকিতিক দৃশ্য উপভোগ করে দুপুরের আগে আমরা পেহেলগাম পোঁছে দুপুরের খাবার খেয়ে নিবো। দুপুরের খাবারের পরে আপনি চাইলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আরু ভ্যালি অথবা চন্দন ওয়ারী ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে আমাদের গাইড আপনাকে সহযোগিতা করবেন। এরপরে রাত্রি যাপনের জন্য আমরা হোটেলে চলে যাবো।

 

৩য় দিনঃ পেহেলগাম -শ্রীনগর (সকালের নাস্তা + রাতের খাবার)

ভ্রমনের ৩য় দিন আপনি চাইলে ভোরে উঠে সকালের নাস্তা করে ট্যাক্সি স্ট্যান্ড গিয়ে ট্যাক্সি নিয়ে বেতাব ভ্যালী ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে আমাদের গাইড আপনাকে সহযোগিতা করবেন। এরপরে আমরা কাশ্মীরের প্রাকিতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পেহেলগাম থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এবং পথিমধ্যে দুপুরের খাবার খেয়ে নিবো। শ্রীনগর পোঁছে আমরা হোটেলে চলে যাবো রাত্রি যাপনের জন্য।

 

৪র্থ দিনঃ শ্রীনগর-গুলমার্গ-শ্রীনগর (সকালের নাস্তা + রাতের খাবার)

সকালের নাস্তা করে আমরা গুলমার্গের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করবো। এই দিন আমরা যাবো কাশ্মীরের মন মাতানো সৌন্দর্য দেখতে গুলমার্গে । গুল্মার্গে আপনারা চাইলে গন্ডোলা রাইড করতে পারেন (দুই ফেইজের টিকিটের দাম জনপ্রতি ১৭০০-১৯০০ রুপি) এবং এরপরে আপনারা চাইলে মহারাজা প্যালেস/ শিশুপার্ক / মহারানি মন্দির / গল্ফ ক্লাব ঘোড়ায় চড়ে ঘুরতে চাইলে ঘুরতে পারেন। সব দেখা হয়ে গেলেআমরা শ্রীনগর পোঁছে হোটেলে রাত্রি যাপন করবো।

 

৫ম দিনঃ শ্রীনগর-সো্নামার্গ-শ্রীনগর (সকালের নাস্তা + রাতের খাবার)

সকাল সকাল উঠে নাস্তা করে আমরা এই দিন যাবো কাশ্মীর এর রাস্তার দিক থেকে সবচেয়ে সুন্দর রাস্তা লাদাখ এর রাস্তা। এই পুরো রাস্তা জুড়ে সিন্ধু নদির অপরূপ সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে অন্য এক দুনিয়ায়। পুরোটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনামার্গ। এটি প্রায় ১০০ কিলো যাওয়া আসা মিলে ২০০ কি.মি। সেখানে গিয়ে আপনারা ঘোড়া নিতে পারেন। ঘোড়ায় করে সুইসাইড পয়েন্ট/ শুটিং স্পট / থাজিওয়াস গ্লেসিয়ার  ঘুরতে পারবেন। সাইটসিয়িং শেষ হলে আমরা শ্রীনগর পোঁছে হোটেলে রাত্রি যাপন করবো।

Price Details

এয়ার টিকেট ছাড়া (শ্রীনগর টু শ্রীনগর):
২জন হলেঃ ২৭,৫০০টাকা/জনপ্রতি
৪জন হলেঃ ২৫,৫০০টাকা/জনপ্রতি
৬জন হলেঃ ২৩,৫০০টাকা/জনপ্রতি
———————-
এয়ার টিকেট: ৩০,০০০ থেকে ৩৭,০০০ টাকা

 

যেসকল এরিয়া কভার করবেঃ
১। শ্রীনগর।
২। গুলমার্গ।
৩। পেহেলগাম।
৪। সোনমার্গ।

 

প্যাকেজের অন্তর্ভুক্তঃ  

  • ৩ স্টার ক্যাটাগরী সমমানের হোটেল (৫ রাত)।
  • ১ রাত হাউজবোটে রাত্রিযাপন।
  • ৩ রাত শ্রীনগরে হোটেল।
  • ১ রাত পেহেলগামে হোটেল।
  • শ্রীনগরে সাইটসিন।
  • রিসার্ভ প্রাইভেট ট্রান্সপোর্ট।
  • গুলমার্গে পেজ ওয়ান এর টিকেট।
  • খাবার: সকাল, রাত।
  • সাইটসিং।
  • ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড।
  • গাইড সার্ভিস।

 

প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ 

  • কোন ব্যক্তিগত খরচ।
  • দুপুরের খাবার
  • ভিসা প্রসেসিং।
  • সকল প্রকার টিপস।
  • গন্ডলা রাইডের টিকেট (2nd phase)।
  • পণি বা ঘোড়া রাইডের খরচ।
  • পেহেলগাম / গুলমার্গ এর ইউনিয়ন গাড়ীর ভাড়া।
  • প্যাকেজের অন্তর্ভূক্ত করা হয়নি এমন সার্ভিস সমূহ।
  • অনাকাঙ্খিত খরচ যেমন হরতাল, অবরোধ অথবা প্রাকৃতিক দূর্যোগ জনিত কারণে ইত্যাদি।

 

নোট:

֍ ফ্লাইট বা ট্রেনের শিডিউল অনুযায়ী হাউজবোট এবং শ্রীনগর সাইটসিন প্ল্যান আগে পরে হতে পারে।

Looking for customized package?

send us your inquiry to ejatra.bd@gmail.com or WhatsApp: +8801408444555

Note: This package price only for November, December. Price based on minimum 2 persons