দার্জিলিং ও শিলিগুড়ি ভ্রমন (বাই রোড)

যারা শিলিগুড়িতে শপিং করতে চান তাদের জন্য বেস্ট এই প্যাকেজ

ভ্রমণের স্থান সমূহ:
*টাইগার হিল *রক গার্ডেন *বাতাসিয়া লুপ *হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট *টি গার্ডেন *জুওলজিক্যাল পার্ক *তেনজিং রক *জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা *মিরিক লেক *গোপালধারা টি স্টেট *সীমানা ভিউ পয়েন্ট

 

০ দিন

রাত ০৭:৩০ মিনিটের মধ্যে গাবতলী, মাজার রোড়/কল্যাণপুর বাস কাউন্টারে আমাদের সবার উপস্থিত হতে হবে। আমাদের বাস রাত আনুমানিক ০৮: ০০ মিনিটে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যাবে।

 

০১ দিন

সারা রাত বাস ভ্রমন করে আমরা আনুমানিক সকাল ০৭:০০ মিনিটে বুড়িমারি পৌঁছে যাবো। বাস থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে নিব। সকাল ০৯:০০ মিনিটে ইমিগ্রেশন কাউন্টার খুলবে। দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আনুমানিক সকাল ১১:৩০-১২:৩০ মিনিটের মধ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। শিলিগুড়ি পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার খেয়ে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সন্ধ্যায় আমরা দার্জেলিং পৌঁছে হোটেল এ চেক ইন করবো। রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে আমরা রাতের খবার খেতে সবাই একত্রিত হবো এবং রাত্রি যাপন দার্জেলিং হোটেলে।

 

০৩ দিন

সকালের নাস্তা ০৭:০০ মিনিটে সম্পন্ন করে অথবা প্যাকেট নাস্তা নিয়ে হোটেল থেকে চেক আউট করবো। অতঃপর আমরা মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবো। পথিমধ্যে আমরা সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট এবং মিরিক লেকের অসাধারণ ভিউ উপভোগ করতে করতে দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। শিলিগুড়িতে হোটেলে চেক ইন করে আমরা সকলে দুপুরের খাবার খেয়ে নিবো। অতঃপর আমরা সম্পূর্ণ ফ্রি টাইম পাবো শপিং এবং শিলিগুড়ি শহর ঘুরে বেড়ানোর জন্য। রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে সবাইকে ডিনারের জন্য সমবেত হতে হবে। খাবার খেয়ে আমরা রাতে হোটেলে অবস্থান করবো।

 

০৪ দিন

ঘুম থেকে উঠে সবাই একসাথে সকালের নাস্তা হোটেলেই করে নিবো। অতঃপর আমরা দুপুর ১২ টা পর্যন্ত ফ্রি টাইম পাবো। দুপুর ১২-০১ টার মধ্যে হোটেলেই দুপুরের খাবার সম্পন্ন করবো। তারপর রিজার্ভ গাড়িতে  চ্যাংড়াবান্ধা বর্ডারে উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। বিকাল ০৪:০০ মিনিটের মধ্যে আমরা সীমান্তে পৌঁছে যাবো ও দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করবো। বুড়িমারিতে আমাদের বাস অপেক্ষায় থাকবে । সন্ধ্যা ০৬:৩০ মিনিটের মধ্যে আমরা বাস কাউন্টারে পৌঁছে আসন গ্রহণ করবো। নিদিষ্ট সময়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সারা রাত বাস ভ্রমন শেষে পরের দিন সকালে মাজার রোড়/কল্যাণপুর বাস কাউন্টারে আমাদের ভ্রমন শেষ হবে।

 

Price Details

জনপ্রতি ১৫,৫০০ টাকা

৩ রাত ৪ দিন

 

ট্যুরে যা অন্তর্ভুক্ত:

  • ঢাকা- বুড়িমারী- ঢাকা (বাস টিকেট)
  •  রাতের জন্য হোটেলে থাকার ব্যবস্থা
  • তিনজন অথবা চারজন শেয়ার বেসিস থাকার হোটেল
  • চ্যাংড়াবান্ধা- শিলিগুড়ি- চ্যাংড়াবান্ধা রিজার্ভ ট্রান্সপোর্ট
  • দার্জিলিং সাইট সিইং এর জন্য রিজার্ভ ট্রান্সপোর্ট
  • সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার
  • ইন্ডিয়া সাইডের ৩বেলা খাবার

 

ট্যুরে যা অন্তর্ভুক্ত নয়:

  • ইন্ডিয়া ভিসা খরচ
  • বর্ডার ট্রাভেল ট্যাক্স
  • ব্যাক্তিগত খরচ
  • টিপস
  • যাত্রাপথে খাবারের ব্যবস্থা
  • ইমিগ্রেশন প্রসেস
  • প্রবেশ টিকেট

 

ফুডম্যানু:

সকালের নাস্তাঃ পরোটা/ পুরী/ আলু পরোটা, ভেজিটেবল, ডিম, চা, মিনারেল ওয়াটার।
দুপুরের খাবারঃ প্লেইন রাইস, চিকেন/ বিফ, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।
রাতের খাবারঃ প্লেইন রাইস, মাছ/ বিফ/ চিকেন, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।