দার্জিলিং ভ্রমণের স্থান সমূহ:
*টাইগার হিল *রক গার্ডেন *বাতাসিয়া লুপ *হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট *টি গার্ডেন *জুওলজিক্যাল পার্ক *তেনজিং রক *জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা *মিরিক লেক *গোপালধারা টি স্টেট *সীমানা ভিউ পয়েন্ট
সিকিম ভ্রমণের স্থান সমূহ:
সিংহীক ভিউ পয়েন্ট, সেভেন সিস্টার ওয়াটার ফল, নাগা ওয়াটার ফল, অমিতাভ বচ্চন ওয়াটার ফল, বাটারফ্লাই ওয়াটার ফল, ইয়ামথাং ভ্যালি, সাঙ্গু লেক এবং জিরো পয়েন্ট ও কাটাও (পারমিশন ও অতিরিক্ত খরচ বহন সাপেক্ষে)
ট্রেনের সময়সূচীঃ
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বেঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার
নিউজলপাইগুড়ি থেকে থেকে ছাড়বেঃ প্রতি রবিবার ও বুধবার
০ তম দিন
ক্যান্টনমেন্ট ট্রেন স্টেশনে ইমিগ্রেশন শেষ করে রাতে আপনাদের যাত্রা শুরু হবে। সারা রাত ট্রেন ভ্রমন করে সকালে আপনারা নিউ জলপাইগুড়ি ট্রেন স্টেশনে পৌছে যাবেন। আমাদের গাইড আপনাদের রিসিভ করবেন ও অভ্যর্থনা জানাবেন।
০১ দিন
ইমিগ্রেশন শেষ হলে রিজার্ভ জিপে আমরা শিলিগুড়ি চলে যাব ও দুপুরের খাবার খেয়ে নিব। খাবার খেয়ে আমরা মিরিক লেক, পশুপতিনাথ, সীমানা ভিউ পয়েন্ট ও গোপালধরা টি ইস্টেট ঘুরে দেখব। রাতে আমরা হোটেলে চেক-ইন করে দার্জিলিং থাকব।
০২ দিন
খুব ভোর বেলা ঘুম থেকে উঠে আমরা টাইগার হিল চলে যাব সূর্য উদয় দেখতে। কাঞ্চনজঙ্ঘার অপুরূপ সুন্দর্য দেখতে হলে অবশ্যই সকাল বেলা টাইগার হিলে পৌছাতে হবে। ফেরার পথে আমরা ঘুম মনাস্ট্রি ও বাতাসিয়া লুপ ঘুরে আসব। কিছুটা বিরতি দিয়ে আমরা রক গার্ডেন, তেনজিং রক, টি গার্ডেন, রোপ ওয়ে (টিকিট খরচ আলাদা), জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা ঘুরে দেখব। দুপুরের খাবার খেয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যাওয়ার সময় আমরা চারপাশের মনোরম সুন্দর্য উপভোগ করব। রাতে আমরা এমজি মার্গের স্ট্যান্ডার্ড হোটেলে চেক-ইন করব ও রাতে থাকব।
০৩ দিন
সকালের নাস্তা শেষ করে আমরা লাচুং যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যাওয়ার সময় আমরা ওয়াটার ফল সহ বিভিন্ন দর্শণীয় স্থান গুলো ঘুরে দেখব। সন্ধ্যায় আমরা লাচুং পৌছাব। হোটেলে চেক-ইন করে আমরা রাতে হোটেলে থাকব।
০৪ দিন
সকালের নাস্তা করে আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ইয়ামথাং ভ্যালিকে ফুলের রাজ্যও বলা হয় (সময় সাপেক্ষে নিজ খরচে জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ থাকবে)। ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট পরিদর্শন শেষে লাচুং এর হোটেলে দুপুরের খাবার সম্পন্ন করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা হোটেলে রাত্রি যাপন করব।
০৫ দিন
সকালের নাস্তা শেষ করে আমরা রিজার্ভ গাড়িতে ইস্ট সিকিমের চাংগু লেক বা তসমগো লেক সহ বিভিন্ন স্পট ঘুরে দেখব। সব গুলো স্পট ঘুরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গ্যাংটকে আমরা দুপুরের খাবার খাব। কিছুটা বিরতি দিয়ে আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রাতে আমরা হোটেলে থাকব।
০৬ দিন
সকালের নাস্তা শেষ করে আমরা হোটেল থেকে চেক আউট করব। তারপর আমরা ট্রেন স্টেশন চলে যাব। ইমিগ্রেশন শেষে ট্রেনে আমরা ঢাকাতে ফিরে আসব। এভাবেই আমাদের রোমাঞ্চকর ভ্রমনের সমাপ্তি ঘটবে।
Price Details
জনপ্রতি ২৫,৫০০ টাকা
ট্যুরে যা অন্তর্ভুক্ত:
ট্যুরে যা অন্তর্ভুক্ত নয়:
ফুডম্যানু:
সকালের নাস্তাঃ পরোটা/ পুরী/ আলু পরোটা, ভেজিটেবল, ডিম, চা, মিনারেল ওয়াটার।
দুপুরের খাবারঃ প্লেইন রাইস, চিকেন/ বিফ, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।
রাতের খাবারঃ প্লেইন রাইস, মাছ/ বিফ/ চিকেন, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।